গত কয়েকদিনের টানা ভারী বর্ষণে ধর্মপাশায় পানিবন্দী ২০০ পরিবারের মধ্যে ধর্মপাশা উপজেলা প্রশাসন ও মধ্যনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যার্তদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার মধ্যনগর ইউনিয়নের বিভিন্ন গ্রামের পানিবন্ধী মানুষের বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল, ২ কেজি চিড়া, ১ কেজি গুড়, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও খাবার স্যালাইন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, মধ্যনগর ইউপি চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের অফিস সহকারি রতন সরকার প্রমুখ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস