৪নং মধ্যনগর ইউনিয়ন একটি হাওড় এলাকা। হাওড় ছাড়াও ইউনিয়নের মধ্যদিয়ে বয়ে গেছে দুটি নদী । এ অঞ্চলের বেশীরভাগেই হাওর, বাওর, ও অপেক্ষাকৃত নীচু অঞ্চল নিয়ে গঠিত এবং বৎসরের প্রায় ৭/৮ মাস জলমগ্ন থাকে। বর্ষার সময় এখানে সমুদ্রের মত ঢেউ খেলে এবং গ্রামগুলোকে মনে হয় এক একটি ছোট ছোট দ্বীপ।
এ ইউনিয়নের মোট ২টি নদী, ৫টি হাওড় রয়েছে।
ক) নদী ২টি হলোঃ
১। গুনাই নদী
২। সুমেশ্বরী
খ) হাওড় ৫টি হলোঃ
১। বোয়ালার হাওর।
২। বড় গুরাডোবা হাওর।
৩। ছোট গুরাডোবা হাওর।
৪। শালদিঘা হাওর।
৫। মরিচাপুরী হাওর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস