ইউনিয়নের নামঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়
ধর্মপাশা, সুনামগঞ্জ।
কালের স্বাক্ষী বহনকারী সুমেশ্বরী নদীর তীরে গড়ে উঠা সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার, মধ্যনগর থানার, হাওর বেষ্ঠিত, মৎস্য ও ধানে ভরপুর, একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো মধ্যনগর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মধ্যনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম - ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদ।
২) আয়তন - ৪৪.০০ বর্গ কিলোমিটার ।
৩) মৌজার সংখ্যা –২০টি ।
সীমানা- পুর্বে পাইকুরাটি ও চামরদানী ইউনিয়ন, ধর্মপাশা উপজেলা, পশ্চিমে কলমাকান্দা উপজেল,উত্তরে চামরদানী ইউনিয়ন,ধর্মপাশা উপজেলা, দক্ষিনে পাইকুরয়াটি ইউনিয়ন,ধর্মপাশা উপজেলা।
৪) লোকসংখ্যা – ২০২৬২জন (প্রায়)। (উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য অনুসারে)
(ক) পুরুষ-১০৭৩৭,
(খ) মহিলা-৯৫৩২,
৫) পরিবার সংখ্যা –৪২৯০ টি।
৬) গ্রামের সংখ্যা – ৩৩ টি।
৭) মোট জমির পরিমান –৬৫৬৭.২৫ একর।
(ক) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা –৮৯।
(খ) ২৫ বিঘার উর্ধ্বে মোট জোত সংখ্যা –২২৪২।
৮) আবাদী কৃষি জমির পরিমান –৬৫২১.৬২ একর,
৯) খাস জমির পরিমান -৯৪৪.৬৩ একর ।
১০) জলমহাল - ১২ টি।
১১) হাটবাজার ।
(ক) বড় –০১টি।
(খ) ছোট –০১টি।
১২) প্রধান নদ নদী –০২টি।
১৩) হাওর –০৫টি।
১৪) খাল –০৬টি ।
১৫) খেলার মাঠ –১০টি।
১৬) নলকুপ –২৯৩টি।
১৭) অটো রাইছ মিল –০২টি।
১৮) করাত মিল –০৪টি ।
১৯) সরকারী পুকুর –০৫টি।
২০) খেয়াঘাট –০৪টি।
২১) খোয়ার –০৩টি।
২২) ঔষধের দোকান –২৫টি।
২৩) ব্যাংক –০২টি।
২৪) প্রধান রাস্তা - ০১টি।
২৫) প্রধান ডাকঘর - ০১টি ।
২৬) শিক্ষার হার – ৪৭%।
২৭) শিক্ষাপ্রতিষ্টান সমুহ।
(ক) সরকারী প্রাথমিক বিদ্যালয় - ১২ টি,
(খ) বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় - ০৮ টি।
(গ) উচ্চ বিদ্যালয় ও কলেজ - ০১টি।
(ঘ) উচ্চ বিদ্যালয় - ০২টি।
২৮)ধর্মীয় প্রতিষ্টানসমুহ।
(ক) মাদ্রাসা - ০২ টি
(খ) মসজিদ - ২২ টি
(গ) মক্তব - ২০ টি
(ঘ) মন্দির - ৫১টি
(ঙ) ঈদগাহ - ১২টি
(চ) কবর স্থান - ১৮টি
(ছ) শ্বশান - ১৩টি
২৯)খেলার মাঠ - ০৫টি
৩০) সরকারী প্রতিষ্টান –১০টি।
৩১) কমিউনিটি ক্লিনিক - ০২টি।
৩২) সামাজিক প্রতিস্টান সমুহ ।
(ক)ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠন –০৪।
(খ) পেশাজীবি সংগঠন –০৭টি
৩৩) এন জি ও অর্থিক প্রতিষ্টান –২১টি।
৩৪) সুবিধাভোগীদের সংখ্যা।
(ক) ভি জি ডি র্কাডধারী সংখ্যা –১৫৪।
(খ) বয়স্ক ভাতাভোগীর সংখ্যা –৪১৮।
(গ) বিধবা ভাতাভোগীর সংখ্যা –১৬১।
(ঘ) প্রতিবন্ধী ভাতাভোগীর সংখ্যা –৪২।
(ঙ) মুক্তিযোদ্ধ্যা ভাতাভোগীর সংখ্যা –০৫।
(চ) মাতৃ কালীন ভাতাভোগীর সংখ্যা –২১।
(ছ) ভিজি এফ ভাতাভোগীর সংখ্যা –১১০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস