ইউনিয়নের নামঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়
ধর্মপাশা, সুনামগঞ্জ।
কালের স্বাক্ষী বহনকারী সুমেশ্বরী নদীর তীরে গড়ে উঠা সুনামগঞ্জ জেলার, ধর্মপাশা উপজেলার, মধ্যনগর থানার, হাওর বেষ্ঠিত, মৎস্য ও ধানে ভরপুর, একটিঐতিহ্যবাহী অঞ্চল হলো মধ্যনগর ইউনিয়ন । কাল পরিক্রমায় আজ মধ্যনগর ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান,খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
১) নাম - ৪নং মধ্যনগর ইউনিয়ন পরিষদ।
২) আয়তন - ৪৪.০০ বর্গ কিলোমিটার ।
৩) মৌজার সংখ্যা –২০টি ।
সীমানা- পুর্বে পাইকুরাটি ও চামরদানী ইউনিয়ন, ধর্মপাশা উপজেলা, পশ্চিমে কলমাকান্দা উপজেল,উত্তরে চামরদানী ইউনিয়ন,ধর্মপাশা উপজেলা, দক্ষিনে পাইকুরয়াটি ইউনিয়ন,ধর্মপাশা উপজেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস